মানিকগঞ্জের সিংগাইরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বাদ জুম্মা উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম জামিয়া আরাবিয়া রাহিমা খানম মহিলা মাদ্রাসা ও এতিমখানা মসজিদে জুম্মা নামাজের পর মিলাদ ও দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তরের সিংগাইর উপজেলা প্রতিনিধি মুহ. মিজানুর রহমান বাদল এর আয়োজনে এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মধ্যচারিগ্রাম জামিয়া আরাবিয়া রাহিমা খানম মহিলা মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হাফেজ তারিক বিল্লাহ খান। পরে এতিমখানার সকলের মধ্যে তবারক বিতরন করা হয়।
এছাড়াও গত ১৬ জুলাই সন্ধ্যায় সিংগাইর প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন সিংগাইর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রকিবুল হাসান বিশ্বাস(ইনকিলাব), মো. সিরাজুল ইসলাম (দৈনিক জবাবদিহি), মুহ. মিজানুর রহমান বাদল (যুগান্তর), মো. আতাউর রহমান (মানবজমিন), মোহাম্মদ আলী রিপন, হাবিবুর রহমান (বাংলাবাজার পত্রিকা), ইয়াকুব মোল্লা (আনন্দবাজার), আবদুল্লাহ আল মামুন (আজকালের খবর)।